সে আমায় উপাধি দিল ‘চারুলতা’ বলে,
খানিকটা আবেগে মন গলালো সেই টুকুনির ছলে!
জিজ্ঞাসায় বললুম যখন, দেখতে সে কেমন হবে?
উত্তরে বলল আমায়, সত্যজিতের চারুলতায় দেখতে পাবে!
বললো, তোমায় মাঝে মাঝে চারুলতাই লাগে!
অবশ্য সে রকম কিছুই বলেনি কখনো সে আগে!
সে এক প্রাণখোলা মানুষ, গল্প জুড়ে দেয় বসাতে,
মাঝে মাঝে এমন কথা বলে থামায় না সে হাসাতে!
থাকুক এ টুকুই গল্প তবে, বাকিটা থাকুক মনে,
লিখব আরেক দিন কবিতা তবে তার কোন স্মরণে!
কবি: মঞ্চ ও টিভি অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী, চট্টগ্রাম
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন