মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

কবিতা: তার শুভ জন্মদিন  । মো. গনি মিয়া বাবুল

সোমবার, জানুয়ারী ২০, ২০২৫

প্রিন্ট করুন

২০ জানুয়ারি তার শুভ জন্মদিন
৩৬ বছর যুগলবন্দী স্মৃতি অমলিন,
সুখে-দুঃখে অগ্রযাত্রায় এক সাথে
এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত সফলতার পথে।

নাম তার মুর্শিদা গনি
উত্তম তার স্বভাব খানি,
হৃদয়ে স্নেহ মমতায় ভরপুর
জন্ম তার ঐতিহাসিক গাজীপুর।

গর্ভে ধারণ করেছে রত্নের মতো তিন সন্তান সে
দুই ছেলে এক মেয়ে চিকিৎসক প্রত্যেকে,
দেশকে দিয়েছে ত্রিরত্ন উপহার
তার প্রতি আমি কৃতজ্ঞ বারবার।

পেয়েছে রত্নগর্ভা মা পুরস্কার
গড়েছে সুখী- সুন্দর সংসার।
সে আমার প্রাণের প্রিয়জন
তাঁকে ভালোবাসি সদা-সর্বক্ষণ।

মোদের প্রেম-প্রীতি অদৃশ্য অন্তরে
নিশ্চয় অটুট থাকবে আদি-প্রান্তরে,
তাঁর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা
পূরণ হোক তাঁর মনের সব ইচ্ছা।

কবি: শিক্ষক, কবি, গবেষক, প্রাবন্ধিক ও সংগঠক
উপদেষ্টা, কবি সংসদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি

চেয়ারম্যান, লেখক উন্নয়ন কেন্দ্র, কেন্দ্রীয় কমিটি

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন