মোস্তাফিজুর রহমান বাবু
আমি চলে যাব মদীয় নীড়ে
থাকব না আর পাষাণ মানবের ভিড়ে।
অতিথি হয়ে আগমন এই ভুবন তীরে
আজো দেখা যায় এই মানবের কূলে,
জীবিত লাশগুলো আর্তনাদ সঁপে।
খিদের জ্বালায় সন্তপ্ত মনে অশ্রু ফেলে,
দু’মুঠো ভাতের তরে।
জীর্ণ -শীর্ণ কুঁড়ে ঘরে
নিস্তব্ধ হিয়া,
অশ্রু ঝরে আঁখি দিয়া।
ক্ষুধার জ্বালায়,
যাই কাঁদিয়া
অবিরত রহিয়া।
কাঙাল বাবার শাবকের আহাজারি,
শূন্য ভাতে পড়িয়া আছে ভাতের হাঁড়ি।
উঠরজ্বালায় পুড়ে
মরোমরো হয়ে মরে,
দু’মুঠো ভাতের তরে।
বরদাস্ত করিব না আর,
গরিবের এই প্রহার।
তুলে দিলে দু’মুঠো ভাত
নাশ হবে কাঙালের ঘাত।
হিতে এগিয়ে দিলে সকল হাত
বৈষম্য হবে পাত,
মোরা তুলে দেব দু’মুঠো ভাত।
( মোস্তাফিজুর রহমান বাবু মহেশখালী উপজেলার, মাতারবাড়ী ইউনিয়নের ব্যবসায়ী দেলোয়ার হোছাইনের কনিষ্ঠ পুত্র)
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন