মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

শিরোনাম

কবিতা: না রোদ না বৃষ্টি  । রিজোয়ান মাহমুদ

শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

প্রিন্ট করুন

তোমাকে ব্যাকুল একখানা ছাতা ধরে
বৃষ্টি ও রৌদ্রের খরতাপ থেকে সরিয়ে এনেছি;
তুমি না সইতে পার রোদ না বৃষ্টি
তবু ছাতার নিরাপত্তার নিচে তুমি শান্ত –

স্থিতধী অনেক ক্ষুব্ধ নও একেবারে
তোমার দীর্ঘ উদাসীনতা আমার ভয়ের
চিৎকারের স্নায়ুবিক রোগ
অথচ কী গভীর চোখের পলক তীক্ষ্ণতা
প্রতিদিন রাত দ্বিপ্রহরে দেখি; আকাশটা আত্মলীন
সংকটে গোমড়া মুখো রাষ্ট্র – যেন মাতৃহীন দেশ,
প্রান্তের ঠিকানা
যেন প্রতিটি পাহাড় ছুঁয়ে নামে উন্মত্ত হাওয়া

আমাদের পূর্বপুরুষের শাপে
ভাবি, জাতির মস্তিষ্ক আজও কতটা ঢিলা
প্রতিবন্ধকতা ঠোঁটে সংক্রমিত হলে ভাষা

তীর্যক হারিয়ে যায়
রোগটি ক্রমশ ব্যক্তি মানস চরিত্র হয়ে সমাজ রাষ্ট্রের

অদ্বিতীয় অভিঘাতিনী।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন