শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: নিজ পরিচয় গড় নারী । শ্রাবন্তী বড়ুয়া

মঙ্গলবার, মার্চ ৮, ২০২২

প্রিন্ট করুন

আর কত কাল থাকবে পরে চার দেয়ালের কোণে?
নিষ্পেষিত হবে আর কত হাজার অপমানে?

আর কত কাল খেলবে হোলি তোমার রক্তে ওরা?
শাসন আর শোষণের শত বেড়ি পরায় পায়ে যারা।

তোমার নিপুণ করস্পর্শে ফিরে আসে গৃহে প্রাণ,
তবু কেন হায় স্বপ্ন তোমার দিতে হয় বলিদান?

কেন প্রতি পদে ডিঙাতে হয় বাধার খাড়া পাহাড়?
অথচ তোমাতে রয়েছে সৃষ্টির অপার সম্ভার।

স্রষ্টার পরে তুমিই মাতা সৃষ্টির কারিগর,
তবু কেন নারী হয় না তোমার নিজের কোন ঘর?

বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, শেষ বয়সে ছেলে
সব দিয়েও হায় নারী তুমি নিজের বলে কি পেলে?

পরিচিতির বেলায়ও দেখি সেই একই ব্যবধান
নিজ পরিচয় গড় নারী, গাও জীবনের জয়গান।

থেক না শুধুই অমুকের মেয়ে, মাতা ও স্ত্রী হয়ে
ঠাঁই করে নাও কালের বুকে, বাঁচ নিজ পরিচয়ে।

সে দিন দেখবে হাজার মানুষ করবে কুর্নিশ,
জানাবে শ্রদ্ধা, ভালবাসা আর স্নেহ শুভাশিষ।

সে দিন হবে নারী জন্ম সার্থক ধরণীতে
মৃত্যুর পরও বেঁচে রবে তুমি কোটি মানুষের চিত্তে।

বেগম রোকেয়া, সুফিয়া কামাল, প্রীতিলতার মত,
বিনম্র চিত্তে স্মরবে সবাই শ্রদ্ধায় অবিরত।

নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান,
নারীকে দিন সমান সুযোগ, ভালবাসা, সম্মান।

কবি: সাংবাদিক, চট্টগ্রাম

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন