মস্ত একটা গাছ হব!
যত্নে তোমায় লতায়-পাতায় জড়িয়ে রাখব,
না হয় অযত্নে মাটির নিভৃতে মিলিয়ে যাব!
মস্ত একটা গাছ হব!
যে তোমায় সর্বক্ষণ ছায়ায় ছায়ায় আগলে রাখবে,
না হয় কাঠপোড়া রৌদ্রে শুকিয়ে যাবে!
মস্ত একটা গাছ হব!
যে তোমার উপর সন্তুষ্ট হয়ে ফুলে-ফলে ভরিয়ে রাখবে,
না হয় অতৃপ্ত তৃষ্ণায় ছটফট করতে করতে কাতরে মরবে!
মস্ত একটা গাছ হব!
যার প্রাণ থাকবে তবুও তোমার উপর ভরসা করবে,
না হয় খুঁটির অভাবে একাকিত্বতার ভারে ধীরে ধীরে নুয়ে পড়বে!
মস্ত একটা গাছ হব!
যার রঙ্গীন সতেজ আবরণটা তোমার জন্য থাকবে,
না হয় শুকনো খড়খড়ে হয়ে ধুমরে-মুচড়ে যাবে!
মস্ত একটা গাছ হব!
যার প্রতিটা শুরুই তোমার খেয়ালে হবে,
আর যার বিশ্বাসে তুমি শ্বস্তিতে শ্বাস নেবে!
মস্ত একটা গাছ বুঝ, গাছ?
দেখেছ কখনো কাছ থেকে?
ছুঁয়েছ কখনো হাত রেখে?
বুঝেছ কখনো তার বিশাল মায়া?
অনুভব করেছ কখনো তার শীতল ছায়া?
দেখেছ কিভাবে ঠাঁয় থাকে দাঁড়িয়ে?
তার সব বাঁধা-বিপত্তিগুলো ছাড়িয়ে?
ভাবছ গাছ তো সাধারণ, কথা তো কয় না?
কাজের বেলায় ঠিক হাজির থাকে, দেখায় না তো তার বায়না!
তাই গাছের মতই সাধারণই আমি রব,
আমি কিন্তু মস্ত একটা গাছ হব!!
কবি: নাট্য কর্মী ও সঙ্গীত শিল্পী, চট্টগ্রাম
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন