শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

কবিতা: সময়  । বোরহান রাব্বানী

শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩

প্রিন্ট করুন

এক দিন যেই পথে দেখা হয়েছিল,
যেই ট্রেনে-
সেই পথে, সেই ট্রেনে এখনও তো তুমি
আসা যাওয়া কর

          আমি জানি-
রোজ ভোরে তুমি যাও- মাইল বার দূরে
ক্লাস কর, চা খাও, ঝুপড়িতে কিছু বাকচিৎ
                             কথার ঝুড়ি খুলে বস।
ফের ফিরে আস-
দুপুরের পরে,
কখনো বিকেলে কিংবা শেষ বিকেলের ট্রেনে।

একই সেই পথ, একই সেই ট্রেনে
আমারও তো রোজ আসা যাওয়া।
একই প্রাঙ্গণে হাঁটাহাঁটি, ছুটোছুটি করা
একই ঝুপড়িতে বসে চা-সিগারেট খাওয়া।

সবকিছু ঠিকঠাক-স্থির
শুধু সময় ধাবমান তার স্বতন্ত্র পথে
সময় মেলে না,
                     আমাদের দেখা মেলে না।
এক দিন যেই পথে দেখা হয়েছিল,
যেই ট্রেনে–
সেই পথে ফের, সেই ট্রেনে…

কবি: সংস্কৃতি কর্মী, চট্টগ্রাম

সিএন/এমএ

Views: 3

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন