মঙ্গলবার, ১২ আগষ্ট ২০২৫

শিরোনাম

কবিতা: সম্পর্ক  । আহাম্মদ উল্লাহ

বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

প্রিন্ট করুন

মাঝে মাঝে মনটা উদাসীন হয়
হিসাব নিকাশের খাতা খুলে বসি

ঝড়ের মত কে এলো কে গেলো
আপনার আপন ভাবি যারে

ভাই, বন্ধুবর কিংবা হৃদয়ের এক মানুষ
দেখা হয় না বহু দিন তবুও খুঁজে রাখি মনের কোণে।

এক দিন শুনি তার কথা
অন্যমুখে অন্যস্বরে

মধুর ব্যথা বুকে বাজে।
বুঝি- আপন ভাবিলে কি আপন?

সময় বয় দূরত্ব কিছু রয়।
একান্ত নিকটে ব্যথার উপশম মন ভাবে যারে

অবহেলা- বেদনা দিয়েছে ফিরিয়ে সর্বদ্বারে।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন