কবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস
নজরুল তুমি বাংলার মহাকবি,
বাংলার মহা দূর্দান্ত সেনাপতি।
তুমি বিদ্রোহী, তুমি রনক্লান্ত
অধিকার আদায়ে তুমি পরিশ্রান্ত
তোমার লেখনীতে বাংলার মানুষ
পেয়েছিলো সাহস, অনাবিল তৃপ্তি।
নজরুল তুমি বাংলার মহাকবি,
বাংলার মহা দুর্দান্ত সেনাপতি।
তুমি অত্যাচারীর সিংহাসনে
লাগিয়েছিলে জলন্ত আগুন
নজরুল, তুমি বাংলার মানুষের
মহান হৃদয়ের মহা ফাল্গুন
নজরুল তুমি ছড়িয়ে দিয়েছিলে
বাংলার প্রতিটি মানুষের ঘরে ঘরে
মহাপ্লাবন ও আলোর জ্যোতি।
তুমি যোদ্ধা, তুমি দুঃসাহসী
তুমি সচেষ্ট ছিলে দূর করতে
সমাজের তামাম অসংগতি।
নজরুল তুমি বাংলার মহাকবি
তুমি বাংলার মহান সেনাপতি।
বৃটিশের গোলামীর জিঞ্জির থেকে
মানুষকে মুক্ত করতে চেয়েছিলে
বাংলার মানুষকে স্বাধীনতার মন্ত্রে
উজ্জীবিত করতে চেয়েছিলে
নজরুল তুমি ঐক্যের কবি
তুমি সাম্যের মহা কবি
তোমার গান-কবিতার মাধ্যমে
পালিয়েছিলো জালিম মহারথী।
নজরুল তুমি বাংলার মহাকবি,
বাংলার মহা দূর্দান্ত সেনাপতি।
তোমার অনুপ্রেরণা ও লেখনীতে
বাংলার বিপ্লবী ছাত্র জনতা
এনেছে শাহাদতের মাধ্যমে
বাংলাদেশের নতুন স্বাধীনতা
পরিশেষে পেলে তুমি আজ
দীর্ঘ পঞ্চাশ বছরেরও পরে
বাংলাদেশের জাতীয় কবির
গৌরবময় মহিমান্বিত স্বীকৃতি।
নজরুল তুমি বাংলার মহাকবি,
বাংলার মহা দূর্দান্ত সেনাপতি।
প্রফেসর, আরবি বিভাগ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন