বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কমলাকে টানা আক্রমন ট্রাম্পের, দিলেন সবচেয়ে খারাপ ভাইস-প্রেসিডেন্টের তকমা

বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবার টেলিভিশন বিতর্কের মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। এবিসি নিউজের আয়োজিত এই বিতর্কে ট্রাম্প কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ ভাইস-প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) ফিলাডেলফিয়ায় দুই প্রার্থীর মধ্যে বিতর্ক শুরু হয়।

সাবেক প্রেসিডেন্ট প্রশ্ন করেন, হোয়াইট হাউজে থাকাকালীন কেন কমলা তার নির্বাচনী প্রচারণাগুলো বাস্তবে রূপ দেননি।

ট্রাম্প বলেন, কমলা এখন সব ভালো কাজ করতে যাচ্ছেন। কিন্তু তিনি এগুলো আগে করেননি কেন। তিনি তো সাড়ে তিন বছর ধরে হোয়াইট হাউজে রয়েছেন। সীমান্ত সমস্যা দূর করতে তাদের সাড়ে তিন বছর সময় ছিল। একইভাবে কর্মসংস্থান তৈরি করতেও তাদের সময় ছিল।

ট্রাম্প তার বক্তব্য শেষ করেন বাইডেন ও হ্যারিসকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট আখ্যা দিয়ে।

তাছাড়া তাদের মধ্যে বিতর্কে গুরুত্ব পায় মূল্যস্ফীতি, গর্ভপাত আইন ও অভিবাসন নীতি। এ সময় ট্রাম্প বিভিন্ন মিথ্যা ষড়যন্ত্রমূলক তত্ত্বের কথা বলেন।

সিএন/এমটি

Views: 3

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন