সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

করোনার ঊর্ধ্বগতি থামাতে লাগবে দ্বিতীয় বুস্টার ডোজ

শনিবার, জানুয়ারী ৮, ২০২২

প্রিন্ট করুন
Chalaman New York 1

নিজস্ব প্রতিবেদক: মর্ডানার সিইও স্টিফেন বার্সেল বলেছেন, “করোনার নতুন ধরন প্রতিরোধে আরো একটি বুস্টার ডোজের প্রয়োজন পড়বে। কারণ করোনার জিনগত গঠন পরিবর্তন ও ভাইরাসটির নতুন ধরনের পাদুর্ভাবে ভ্যাকসিন ও প্রথম বুস্টার ডোজের কার্যকারিতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। “

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গোল্ডম্যান শ্যাক্স-আয়োজিত এক স্বাস্থ্যসেবা সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
স্টিফেন ব্যানসেল বলেন, “মডার্না করোনার নতুন ধরন ওমিক্রনের উপর নজর দিয়ে একটি বুস্টার শট নিয়ে কাজ করছে। তবে আশঙ্কা করা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে নতুন আরো একটি বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে। “

এইদিকে ইসরায়েলের এক গবেষণায় দেখা গেছে,  ভ্যাকসিনের চতুর্থ ডোজ অ্যান্টিবডিকে পাঁচগুণ বাড়িয়ে দেয়। মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এমন বিষয় ঘোষণা করেছেন। দেশটি ইতিমধ্যে ইমিউনোকম্প্রোমাইজড ব্যক্তিদের ডোজ দেওয়া শুরু করেছে।

 এর আগে, গত ৮ ডিসেম্বর  ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলাও একই কথা বলেছিলেন। তিনি বলেন, আশঙ্কা করা হচ্ছে করোনার চতুর্থ ডোজের প্রয়োজন পড়তে পারে৷ তবে চলমান টিকার কার্যকারিতা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এ বিষয়ে বিষদ জানা যাবে।  

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন