চলমান ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণের কারণে একের পর এক স্থগিত হয়ে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ। আর ম্যাচগুলো স্থগিতের যে সিদ্ধান্ত লিগ কর্তৃপক্ষ দিচ্ছে, সে ব্যপারে আরো স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন চেলসি ম্যানেজার থমাস টাচেল। রোববার (৯ জানুয়ারি) লিস্টার সিটি বনাম এভারটনের মধ্যকার ম্যাচটি স্থগিত হয়ে যাওয়ার পর টাচেল এমন মন্তব্য করেন।
করোনা, ইনজুরি ও আফ্রিকান নেশন্স কাপের কারণে খেলোয়াড় স্বল্পতা দেখা দেয়ায় লিস্টারের আবেদনের প্রেক্ষিতে ম্যাচটি স্থগিত করা হয়। এ নিয়ে এবারের মৌসুমের ১৯তম প্রিমিয়ার লিগ ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে।
লিগ কাপের সেমিফাইনালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে টাচেল এ সম্পর্কে বলেছেন, ‘আফ্রিকান নেশন্স কাপের কারণে একটি ম্যাচ স্থগিত করার বিষয়টি সত্যিই বিস্ময়কর। এ আইনটির বিষয়ে আমি স্পূর্ণ অবগত নই, এটা আমি স্বীকার করছি। এ বিষয়ে আরো বেশী স্বচ্ছতা আশা করছি। এটা সবাইকেই সহযোগিতা করবে। সকলে বুঝতে পারবে, আসলে কি কারণে ম্যাচগুলো একের পর এক স্থগিত হয়ে যাচ্ছে। এতে করে মূলত পুরো লিগ ও ক্লাবগুলোর উপর চাপ বাড়ছে।’
গত সপ্তাহে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আর্সেনালের বিপক্ষে লিভারপুলের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি স্থগিত হয়ে গিয়েছিল। লিভারপুল বস জার্গেন ক্লপ বলেছিলেন, তার দলে বেশ কিছু খেলোয়াড়ের মধ্যে উপসর্গ রয়েছে। ওই সময় লিভারপুলের বেশ কিছু খেলোয়াড়ের ফলস রেজাল্ট এসেছিল। কিন্তু করোনা পরীক্ষায় শুধুমাত্র ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড পজিটিভ হয়েছিলেন।
টাচেল বলেন, ‘আমি তাকে বিশ্বাস করেছিলাম এবং সকলে কিন্তু বাইরে থেকে এটাই দেখছে। আমার মনে হয়, সব ক্লাবেই এমন ঘটনা ঘটছে। উল্ফসে আমাদের একটি ফলস রেজাল্ট এসেছিল, যে কারণে আমরা জর্জিনহোকে সরাসরি বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম।’
গত ১৯ ডিসেম্বর সাতজন পজিটিভ আসার পর উল্ফসের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচটি স্থগিতের আবেদন জানিয়েছিল চেলসি। কিন্তু তাতে কোন সাড়া দেয়নি লিগ কর্তৃপক্ষ। টাচেল বলেন, ‘আমরা যখন উলভারহ্যাম্পটনে পৌঁছাই, তখন দলে সাতজন খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছিলেন। আমরা মনে করেছিলাম, এ পরিস্থিতিতে ম্যাচটি হয়ত স্থগিত হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি। আমি অন্য ক্লাবের পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে চাই না। আমরা ম্যাচটিতে গোলশুন্য ড্র করেছি। এখনো আমরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারিনি।’
গত সপ্তাহে করোনা পজিটিভ হওয়ার কারণে ম্যাচ থেকে ছিটকে পড়া থিয়াগো সিলভা ও এন’গোলো কান্টে সেমিফাইনালে প্রথম লেগে খেলতে পারেনি। প্রথম লেগে স্ট্যামফোর্ড ব্রীজে চেলসি ২-০ গোলে জয়ী হয়েছিল।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন