শনিবার, ১৫ মার্চ ২০২৫

শিরোনাম

করোনার বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া

বুধবার, ফেব্রুয়ারী ২৩, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ নিয়েছেন (তৃতীয় ডোজ)।  বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়ে তিনি করোনার তৃতীয় ডোজ টিকা নেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাডাম আজ করোনার তৃতীয় টিকা নিয়েছেন।  এ সময় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সামনে বিএনপির কয়েকশ নেতাকর্মীকে দেখা যায়।

ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এর আগে মডার্নার টিকা নিয়েছিলেন। এবার তৃতীয় ডোজ নিয়েছেন ফাইজারের।

এ সময় উপস্থিত ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আমিনুল হক, যুবদলের সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দীন টুকু, মামুন হাসান, শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।  

প্রসঙ্গত, খালেদা জিয়া গত বছরের ১৮ আগস্ট মডার্নার তৈরি করোনার  দ্বিতীয় ডোজ টিকা নেন। তারও এক মাস আগে গত বছর ১৯ জুলাই তিনি প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন