শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

করোনার ভাইরাসের নয়া ধরন জেএন-১ বাংলাদেশেও শনাক্ত

শুক্রবার, জানুয়ারী ১৯, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: পাশের দেশ ভারতে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের নয়া ধরন জেএন-১ বাংলাদেশেও শনাক্ত হয়েছে। পাঁচজনের নমুনা পরীক্ষায় নয়া ধরনটি পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরীন এ তথ্য জানিয়েছেন।

জেএন-১ উপধরন শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে ঢাকা ও ঢাকার বাইরের রয়েছেন। প্রত্যেকেই ভাল আছেন। এ নিয়ে উদ্বেগের কিছুই নেই। এদের মধ্যে কারও দেশের বাইরে থেকে আসার কোন তথ্য নেই। তারা দেশেই ছিলেন।

এ দিকে, করোনা ভাইরাসে সংক্রমণ বাড়ায় সতর্কতামূলক মাস্ক পরার পাশাপাশি টিকার পরবর্তী ডোজ নেয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর।

গেহল ১৩ জানুয়ারি অধিফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পৃথিবীর বেশ কিছু দেশে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট জেএন.১-এর সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র ও উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি, যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেয়া হল।’

উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ টিকা নেয়ার পরামর্শ দেয়া হল।

সার্জারি অথবা অন্য কোন রোগের চিকিৎসার ক্ষেত্রে কেবল করোনার লক্ষণ বা উপসর্গ থাকলে করোনা পরীক্ষা করার পরামর্শ দেয় অধিদফতর।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন