সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

করোনায় বন্ধ স্টেটেন আইল্যান্ডের একটি স্কুল

বৃহস্পতিবার, ডিসেম্বর ৯, ২০২১

প্রিন্ট করুন
5ZINUP3JO5GYTMTTXKY2CZ2UIY 1

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির স্টেটেন আইল্যান্ডে ক্যাথলিন গ্রিম স্কুল ফর লিডারশিপ অ্যান্ড সাসটেইনেবিলিটি নামে একটি স্কুলে করোনার নতুন ধরণ ওমিক্রনের পাদুর্ভাব বেড়ে যাওয়া ১০ দিনের জন্য স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এই নিয়ে নিউইয়র্ক সিটিতে পাঁচটি স্কুল বন্ধ করা হলো। 

সিটির শিক্ষা বিভাগের তথ্য মতে গত ৪ ডিসেম্বর থেকে বিদ্যালয়টি বন্ধ রয়েছে। যা ১৩ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। আর এই সময় শিক্ষার্থীরা ঘরে থেকে পড়াশোনা করবে। 

জানা যায়, ওমিক্রন ধরা পড়ার পড় বিদ্যালয়টির ১৪ শিক্ষার্থীর দেহে করোনার ধরা পড়ে । বিদ্যালয়টির পঞ্চম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া কয়েকটি ক্লাস আংশিক বন্ধ রয়েছে।

শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন,  স্কুলটিতে যাতে করোনা ছড়িয়ে না পড়ে সেজন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যবেক্ষণে যদি এটা প্রমাণিত হয় যে  স্কুলে করোনা ছড়ায় নি তবে আবার স্বাভাবিক করে দেওয়া হবে। 

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন