রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ বাইডেনের

মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১

প্রিন্ট করুন
Untitled design 36

চলমান ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) এয়ার ফোর্স ওয়ানে তার সাথে আধা ঘণ্টা সময় কাটানো তার স্টাফদের একজনের সোমবার (২০ ডিসেম্বর) সকালে করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ হওয়ার পর প্রেসিডেন্টের পরীক্ষা করা হয়। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘রোববার (১৯ ডিসেম্বর) বাইডেনের নিয়মিত এন্টিজেন পরীক্ষা করা হয় ও তার স্টাফের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা তাকে অবহিত করার পর পিসিআর টেস্ট করা হয়। উভয় পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।’

তিনি আরো বলেন, ‘সেন্টার্স ফর ডিজিস অ্যান্ড প্রিভেনশনের দিকনির্দেশনা অনুযায়ী উভয় ডোজ টিকা নিয়েছেন -এমন কোন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলেও তার কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই। ফলে এ ক্ষেত্রে বাইডেন তার প্রাত্যহিক কার্যক্রম অব্যাহত রাখতে পারবেন।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন