নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র। সেই তালিকায় রয়েছে আরো পাঁচটি দেশের নাম। যে দেশগুলোতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ তালিকা প্রণয়ন করে।
সিডিসির ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় নতুন যুক্ত হওয়া ছয়টি দেশের মধ্য আছে এল সালভাদর ও হন্ডুরাস, বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড ও ফিজি।
করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় নিয়ে বিশ্বের দেশগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করেছে সিডিসি। এর মধ্যে লেভেল-৩ (উচ্চ ঝুঁকিপূর্ণ), লেভেল-২ (মাঝারি ঝুঁকির), লেভেল-১ (কম ঝুঁকিপূর্ণ) শ্রেণিতে ভাগ করেছে সিডিসি। তালিকায় বাংলাদেশকে লেভেল-৩ বা উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের কাতারে যুক্ত করা হয়েছে।
যেসব দেশে গত ২৮ দিনে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১০০ জনের বেশি মানুষের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, সেসব দেশকে লেভেল-৩ ক্যাটাগরিতে রেখেছে সিডিসি।
প্রসঙ্গত,দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৬২১ জনের। আগের দিন করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৫৪৮ জনের।
গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১১৯ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৬ দশমিক ১৪। আগের দিন এ হার ছিল ৭ দশমিক ৮৪।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ২ হাজার ৯৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৮ হাজার ৩৭২ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ২৭৫ জন।
আইআই/সিএন
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন