রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

করোনা: হাতে হাত রেখে স্বামীর পর চলে গেলেন স্ত্রীও!

শুক্রবার, জানুয়ারী ৭, ২০২২

প্রিন্ট করুন
KRG3GN7GHZHUVJVZ4RYRNVEIYM 1

ইফতেখার ইসলাম: উইলিয়াম ও ক্যারল স্টুয়ার্ট চার বছর বয়স থেকে একে অপরের পরিচিত। জীবনের ৪৫ বছর কাটিয়েছেন একসাথে। স্বামী-স্ত্রী হিসেবে কাটিয়েছেন ৪৫ বছর। দাম্পত্য জীবনে ছিলো অনাবিল সুখ আর স্বাচ্ছন্দ্য। তবে করোনার আঘাত তাদের সেই সুখের সংসার তচনচ করে দিলো। নিয়তি বড়ই অদ্ভুত! জীবনের শেষ সময়েও কেউ কাউকে ছেড়ে যায় নি। স্ত্রীর হাত ধরে থাকা অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ফেলেছেন উইলিয়াম। আর ঠিক তার ১০ সেকেন্ড পর স্ত্রী ক্যারল স্টুয়ার্টও হলেন স্বামীর পথের যাত্রী। একসাথে বিদায় জানালেন এই পৃথিবীকে। 

করোনায় আক্রান্ত হয়ে ঠিক এভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়েন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের উইলিয়াম ও ক্যারল স্টুয়ার্ট দম্পতি। করোনায় আক্রান্ত হয়ে ক্যারল দুই সপ্তাহ এবং উইলিয়াম আট দিন লাইফ সাপোর্টে থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার  (৬ জানুয়ারি) পার্কল্যান্ড মেডিকেল সেন্টারে তাদের মৃত্যু হয়। 

নিহত দম্পতির কন্যা নোকে মেলিসা বলেন, “আমাদের পরিবারের আট সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর বাবা ও মা আমাদের ছেড়ে চলে গেছেন। বাবা ফুসফুস, কিডনি এবং রেনাল জটিলতায় ভুগছিলেন।”
নোকে বলেন, “৩০ ডিসেম্বরের পর আর বাবা মায়ের সাথে সাক্ষাতের সুযোগ হয় নি। আজ তাদের দুজনের বিছানা পাশাপাশি ছিলো৷ মা বাবার হাত চেপে ধরে ছিলেন। হঠাৎ করে বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েন। আর এর কিছুক্ষণ পর মাও আমাদের ছেড়ে চলে যান। তারা একে অপরকে অনেক ভালোবাসাতো। জীবনের সায়াহ্নেও সেই চিহ্ন রেখে গেছেন।”

এক প্রশ্নের জবাবে নোকে বলেন, “আমার বাবা-মা কেউ কষ্ট পাননি। তারা ছিলো আত্মার আত্মীয়। কেউ কাউকে ফেলে যায় নি। তাদের মেয়ে হওয়া একটি সম্মানের বিষয়। আমি তাদের অনেক ভালোবাসি। একদিন আবার তাদের দেখতে পাব।”

“আমি সকলকে বলতে চাই আপনার সময় থাকতে সতর্ক হোন। সঠিক সময়ে টিকা নিন। করোনার ভয়াবহতা যে কাউকে বিধ্বস্ত করে দিতে পারে। আমার বাবা মা কেউই টিকা নেন নি”- যোগ করেন নেকো।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন