বুধবার, ০৬ আগষ্ট ২০২৫

শিরোনাম

কলা বাগানে মিলল অর্ধপোড়া লাশ

বুধবার, আগস্ট ৬, ২০২৫

প্রিন্ট করুন

রাত তখন আনুমানিক সাড়ে ৮টা। এক নিভৃত পল্লীর নির্জন একটি কলা বাগানে গাছের মরা পাতা ও অন্যান্য আবর্জনার স্তুপে জ্বলছিল আগুন। আর সেই আগুনে পুড়তে দেখা যাচ্ছিল প্যান্ট ও গেঞ্জি পরা এক ব্যক্তিকেও। মানুষ পোড়ার এমন বিভৎস দৃশ্য স্বচক্ষে দেখা এক প্রত্যক্ষদর্শীর মাধ্যমে খবরটি জানাজানি হয়। সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন ছুটে যান সেখানে।

কলাবাগানের ভেতরে ওই আবর্জনার স্তুপে তখনো মৃদু আগুন জলছিল। আগুন নেভানোর পর পোড়া ছাইয়ের স্তুপের ভেতরে অর্ধপোড়া লাশ দেখেই তারা খবর দেয় পুলিশে। আর সে খবর জানার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে অর্ধদগ্ধ লাশটি উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া-বটতলী এলাকার এক নির্জন কলা বাগানের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম ছামছুর আলী খলিফা (৬৬)। নওগাঁর সদর উপজেলার শৈলগাছি গ্রামের মৃত উম্মুর খলিফার ছেলে তিনি। নিহতের ছোট ভাই মুজাহিদ খলিফা এসব তথ্য নিশ্চিত করেছেন। তার দাবি, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে পাশের কলাবাগানে আগুন জলতে দেখেন বিকাশ নামের একজন মৎস্যজীবী। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তিনি সেখান যান। স্তুপের কাছে গিয়ে আগুনের ভেতরে মানুষকে পুড়তে দেখে বিকাশ চমকে ওঠেন। বিষয়টি জানান গ্রামবাসীকে। খবর পেয়েই ছুটে আসেন স্থানীয়রা। আগুন নেভানোর পর দগ্ধ লাশ দেখে খবর দিলে রাত ৯টার দিকে আক্কেলপুর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহতের ছোট ভাই মুজাহিদ খলিফা বলেন, ‘মঙ্গলবার সকাল ১১টা থেকে আমার ভাই ছামছুরকে কোথাও পাওয়া যাচ্ছিল না। রাত ১১টার দিকে আক্কেলপুর থানা থেকে ফোন পেয়ে জানতে পারি, আমার ভাইয়ের অর্ধপোড়া লাশ স্থানীয় একটি কলাবাগান থেকে উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভাইয়ের সঙ্গে তার স্ত্রী রশিদা বেগম ও ছেলে রাসেল খলিফার বিরোধ ছিল। কয়েকদিন আগে তাদের গণ্ডগোলও হয়। মৃত্যুর খবর পেয়েও তারা কিন্তু এখনো থানায় খোঁজ নিতে আসেনি। আমি তাদের নাম দিয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। ’

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে আক্কেলপুরের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগান থেকে অর্ধপোড়া লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন