শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশিদকে জয়যুক্ত করার আহবান

শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১

প্রিন্ট করুন
Ra1 1

জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিনের মত বাংলাদেশী ঘন বসতি গড়ে উঠেছে ব্রঙ্কসের পার্কচেষ্টারে। কয়েক হাজার বাঙ্গালী বাস করেন সেখানে। মসজিদ, মন্দির, রেস্তোরা, গ্রোসারিসহ সব ধরনের নাগরিক সুবিধা রয়েছে হাতের নাগালে। নিউইয়র্কের প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশীরা ব্রঙ্কসে বসতি গড়ার আগ্রহ প্রকাশ করছেন প্রতিনিয়ত। তার কারণ হলো দেশীয় কমিউনিটি। আর একটি আদর্শ কমিউনিটি গঠনে দরকার দেশীয় বাংলা ভাষার র অপরিস্কার সড়ক। বেশ কয়েক বছর আগে বখাটে ছিনতাই কারীদের কবল থেকে পার্কচেষ্টারের মানুষকে রক্ষার জন্য ঝপিয়ে পড়েন। বর্তমান পরিস্থিতিতেও মানুষ অনেকটা শঙ্খা নিয়ে ঘোরেন। পুরোপুরি নিরাপদ আদর্শ কমিউনিটি গঠনে মির্জা রশিদ প্রতিশ্রুতিবদ্ধ।

নির্বাচনী ক্যাম্পেইন ম্যানেজার আকতারুজ্জামান জানান, আমরা বঙ্কের মানুষকে শান্তিতে রাখতে চাই। এখানকার মানুষ ঐক্যবদ্ধ। সারা জীবন ভিন্ন কমিজন প্রতিনিধি। এই চেতনা থেকে সমাজ সেবক মির্জা মামুন রশিদ ডিস্ট্রিক ১৮ থেকে ডেমেক্রেটিক প্রাইমারিতে কাউন্সিলম্যান পদে প্রার্থী হয়েছেন। আগামী ২২ জুন নির্বাচনের দিন। সব বাঙ্গালীকে ঐক্যবদ্ধ ভাবে তাঁকে জয়যুক্ত করার আহবান জানান।
১৯৮৫ সাল থেকে মির্জা রশিদ ব্রঙ্কের বাসিন্দা। পেশায় একজন অভিজ্ঞ রিয়েলটর। নিউইয়র্কের বৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহসভাপতি। মানুষের সুখে দুঃখে নিজেকে জড়িয়ে রেখেছেন দুই যুগের বেশী সময় ধরে। সমন্বিত উদ্যোগে নিজ হাতে পরিস্কার করেছেন বঙ্কেউনিটির প্রার্থীকে ভোট দিয়েছি। এবার নিজেদের মানুষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চান ব্রঙ্কের ভোটাররা। তাই প্রার্থী হয়েছেন মির্জা রশিদ। তিনি যেন বিজয়ী হন আমরা সেই লক্ষে কাজ করে যাচ্ছি। এ ছাড়া স্প্যানিস ও অন্যান্য কমিউনিটির লোকজন আমাদের প্রার্থীকে সমর্থন দিয়েছেন। বিশেষ করে নিউইয়র্ক সেনেটর লুইস সেপুলবিদা আমাদের প্রার্থীকে সমর্থন দিয়েছেন। তাই বিজয়ের ব্যাপারে ভোটারদের মাঝেও আশার আলো সঞ্চার হয়েছে।
ব্রঙ্কসের বাংলা ক্লাবের সহসভাপতি মৌমিনুল ইসলাম জানান, মির্জা রশিদ অত্যন্ত বিনয়ী এবং পরপোকারি মানুষ। জীবনের ঝুকি নিয়ে করোনায় সাধারণ মানুষকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন। এই ধরনের সমাজসেবি মানুষ নির্বাচিত হলে নিঃসন্দেহে আমাদের কমিউনিটির লোক উপকৃত হবে।

কমিউনিটি এক্টিভিষ্ট আবুল কালাম জানান, ব্রঙ্কসে আমাদের কমিউনিটিতে অনেক সমস্যা সম্ভাবনা রয়েছে। তাই একজন দেশী জন প্রতিনিধি দরকার। যাতে তিনি উপরের মহলে আমাদের কথা গুলো বলতে পারেন। তাই মির্জা রশিদের কোন বিকল্প নেই।
অপর এক প্রশ্নের জবাবে মির্জা মামুন রশিদ বলেন, আমি এই কমিউনিটির সাথে দীর্ঘদিন কাজ করে করে যাচ্ছি। এখানে অনেক বিষয় আছে। যা নির্বাচিত প্রতিনিধি ছাড়া সমাধান করা কঠিন। প্রতিশ্রুতি দিতে চাইনা। কাজ করে যেতে চাই। কাজের গতিশীলতা রক্ষা ও কমিউনিটি উন্নয়নে সবার ভোট প্রার্থনা করেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন