ইরান ও তালেবান কর্মকর্তারা দুই প্রতিবেশী দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এবং যৌথ সীমান্তে স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করেছেন।
কাবুলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন আফগানিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা বিকদেলি, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ রেজা বাহরামি এবং তালেবানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি।
শুক্রবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।
আলোচনায় মূলত দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও সীমান্তসংক্রান্ত ইস্যুগুলো গুরুত্ব পায়।
উভয় পক্ষ মাদক পাচার রোধে যৌথ প্রচেষ্টা এবং সীমান্তে সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত পরামর্শ বিনিময় করে।
ইরানি প্রতিনিধি দল যৌথ সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেয় এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানে অব্যাহত সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানায়।
অন্যদিকে হাক্কানি বলেন, তালেবান আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দেয় এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন