শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

কাভার্ড ভ্যানে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা, ৩৪০ অভিবাসী আটক

মঙ্গলবার, মার্চ ৭, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: কাভার্ড ভ্যানে করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৩৪০ জন অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃতরা গুয়াতেমালা, হন্ডুরাস, এল সালভাদর ও ইকুয়েডরের বাসিন্দা বলে জানা গেছে।

রোববার (০৫ মার্চ) রাতে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্য থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ১০৩ জন নাবালক শিশু-কিশোর রয়েছে।

মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) জানিয়েছে, গত রোববার রাতে কাভার্ড ভ্যানে থেকে মোট ৩৪৩ জনকে আটক করা হয়েছে। অভিবাসীদের মার্কিন সীমান্তে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত পথেই তাদের পাওয়া গেছে।

সীমান্ত টহলের তথ্য বলছে, গত এক বছরে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করার সময় অন্তত ৮৫৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। আর ২০২১ সালে ৫৪৬ অভিবাসীর মৃত্যু হয়েছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন