রবিবার, ২০ এপ্রিল ২০২৫

শিরোনাম

কালবৈশাখী ঝড় হলে কী করবেন?

শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

প্রিন্ট করুন

লাইফস্টাইল ডেস্ক: কালবৈশাখীর কারণে শুধু ফসলের নয়, মানুষের জানমালেরও ক্ষতি হয়। যখন ঝড় ১০০ কিলোমিটার বেগে ধেয়ে আসে, তাকে বিধ্বংসী বলা হয়। কারণ, এ ঝড়ের সামনে কোনো কিছু ঠিক থাকে না। তখন ঘরবাড়ির প্রচুর ক্ষতি হয়।

তাই যদি কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করা যায়, তাহলে কালবৈশাখীর ক্ষতির মাত্রা কমিয়ে আনা সম্ভব।

দেখে নিন কালবৈশাখী ঝড় হলে যা করণীয়-

গুরুত্বপূর্ণ যেসব বৈদ্যুতিক যন্ত্র আছে, সেগুলো চার্জ করে রাখতে হবে; যেখানে বসবাস করছেন, সেখানে যদি বিদ্যুৎ না থাকে, তাহলে মোমবাতি বা কেরোসিন তেল সংগ্রহ করে রাখতে হবে; আবহাওয়া বার্তা শুনে চলাফেরা করা। আবহাওয়া বার্তা যদি কোনো সতর্কতা মেনে চলতে বলে তাহলে নিয়মকানুন অনুসরণ করা; গুরুত্বপূর্ণ যেসব কাগজ, যেমন পরীক্ষার সার্টিফিকেট, নম্বরপত্র, গুরুত্বপূর্ণ বই, দলিলপত্র ইত্যাদি নিরাপদে রাখা বা পলিব্যাগের ভেতর মুড়িয়ে রাখা; নিরাপত্তার জন্য ফার্স্টএইড বক্স ঠিক আছে কি না, দেখে কিংবা গুছিয়ে রাখা; অনিরাপদ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে রাখা। ধারালো ভাঙা জিনিস সরিয়ে রাখা, যাতে আঘাত না পান; পানি ফুটিয়ে রাখা এবং শুকনা খাবার সংরক্ষণ করা। ঝড় যদি দীর্ঘমেয়াদি হয়, সেসময় সেগুলো কাজে দেবে; গবাদিপশু ও হাঁস-মুরগি নিরাপদ স্থানে রাখা, যাতে ঝড়ে তাদের কোনো ক্ষতি না হয়; ঝড়-বৃষ্টির সময়ে ঘরের বাইরে বেরোবেন না। বাচ্চাদের সবসময় নজরে রাখুন। যাতে তারা কোনওভাবেই ঘরের বাইরে যেতে না পারে; ঝড়ের সময়ে বাড়ির ইলেক্ট্রিক কানেকশন বন্ধ করে দিন। মেইন সুইচ বন্ধ রাখুন।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন