রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

শিরোনাম

কালারমারছড়ায় তিন ঘরে দুর্ধর্ষ ডাকাতি, শনাক্তে কাজ করছে পুলিশ

শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

প্রিন্ট করুন

এক সাপ্তাহের ব্যবধানে মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের তিন গ্রামে বেশ কয়েকটি ব্যবসায়ী ও ধনাঢ্য পরিবারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল ওইসব পরিবার থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, দামি মোবাইল ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে।

জানা গেছে, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এসব ডাকাত দল লোকালয় থেকে পাহাড়ে আস্তানা গাঁড়ে। বিভিন্ন সময়ে গভীর রাতে লোকালয়ে নেমে ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিদের ঘর টার্গেট করে। পরে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। ভুক্তভোগী পরিবার ভয়ে থানা পুলিশের কাছে অভিযোগ করেন না। মুখ খুলেন না গণ্যমাধ্যমের কাছেও। কারণ তাদের একটাই ভয় ডাকাতির সময় কাউকে কিছু না বলার হুমকিও দিয়ে যান তারা।

কিন্তু এবার এ ডাকাত দল ভুল জায়গায় পা দিয়েছে। কালারমার ছড়া বাজারের এক ধনাঢ্য ব্যবসায়ীর ঘরে হানা দিয়েছে। সেই পরিবার থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। বেশিরভাগ ডাকাত সদস্যরা মুখোশ পরিধান করলেও ডাকাত সর্দার লম্বা তারেক ও জয়নাল প্রকাশ্যে আসেন। তাদের মুখে ছিল না কোন মুখোশ। যার কারণে তাদের চিনতে ভুল হয়নি ওই পরিবারের।

গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে কালারমার ছড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিনুয়ারা সৈয়দের বাড়িতেই এ ডাকাতির ঘটনা ঘটে। তার বড় ছেলে বাংলাদেশ জামায়াতে ইসলামির কালারমার ছড়া বাজার ইমারতের দায়িত্বশীল। তার বাড়িতে এমন ডাকাতির ঘটনায় নড়েচড়ে বসে উপজেলা ও ইউনিয়ন জামায়াত। দ্রুত সময়ের মধ্যে ডাকাত দলকে আটকের হুঁশিয়ারি দেন থানা পুলিশকে। এরইমধ্যে ডাকাত দলের অবস্থান শনাক্তে কাজ করছে পুলিশ।

এছাড়া গেল বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে চিকনী পাড়া এলাকায় এক প্রবাসীর বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণ ও ৩ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় জয়নাল ও লম্বা তারেকের নেতৃত্ব ১২/১৫ জনের ডাকাত দল। এরআগে সোনার পাড়া এলাকার ঢলুর ঝিরিতে ডাকাতি করে লম্বা তারেকের নেতৃত্বে জয়নালসহ অনেকেই। এসময় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে গ্রামের লোকজন ডাকাত দলের ওপর চড়াও হন। পরে তৌহিদ নামের ডাকাত দলের এক সদস্যকে গণপিটুনি দেয় গ্রামবাসী। ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক তৈরি করে ডাকাত সদস্যকে ছিনিয়ে নিয়ে যায় লম্বা তারেক।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন, অপরাধীদের শনাক্তে আমাদের কয়েকটি টিম কাজ করছে। খুব শিগগিরই একটা ভালো ফলাফল আসবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন