সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

‘কিউএ টেক সলিউশন’ যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য আইটি প্রশিক্ষণ দিচ্ছে

শনিবার, জানুয়ারী ১৫, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের তথ্যপ্রযুক্তিতে দক্ষতা উন্নয়নের জন্য যাত্রা শুরু করেছে ‘কিউএ টেক সলিউশন’। প্রতিষ্ঠানটি বিভিন্ন স্তরের মানুষের আইটি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। আর এখান থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতিটি প্রবাসী বাংলাদেশি তথ্যপ্রযুক্তির বিষয়ে প্রাথমিক এবং গভীর জ্ঞান অর্জন করতে পারে। আর প্রশিক্ষিত হয়ে যে কেউ তার নিজ নিজ কর্মস্থলে তা কাজে লাগাতে পারে এবং এই প্রশিক্ষণ সহজে চাকরি পেতে সহায়তা করে। 

জানা গেছে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে রিফাত হালিম এবং মোহাম্মদ উদ্দিন বাংলাদেশিদের জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশ থেকে কেউ আমেরিকায় এসে সঠিক দিকনির্দেশনা ও দক্ষতার জন্য সহজে চাকরি পেতে পারেনা। প্রাথমিক অবস্থায় তাকে বিভিন্ন সমস্যা এবং বাধ্যবাধকতার সম্মুখীন হতে হয়। আর একজন ব্যক্তির যদি তথ্যপ্রযুক্তি বিষয়ে বিশদ জ্ঞান থাকে এবং তার দক্ষতা থাকে তাহলে সে সহজেই চাকরি পেতে পারে। আর সেই লক্ষ্যে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। দীর্ঘ সময় পর প্রতিষ্ঠানটি এবার নিউইয়র্কের জ্যামাইকায় তাদের অফিস গড়ে তুলেছে। 

একটি অত্যাধুনিক সুসজ্জিত পরিবেশে প্রতিষ্ঠানটি নতুন করে যাত্রা শুরু করছে। যেখানে রয়েছে সজ্জিত ক্লাসরুম। স্টাডি করার জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা। এছাড়া বড় প্রজেক্টরের মাধ্যমে নেয়া হবে ক্লাসগুলো। আমেরিকায় ওয়ার্ক পারমিট রয়েছে এমন যে কোন ব্যক্তি এই প্রশিক্ষণ নিতে পারবে। যেকোনো ব্যক্তি চাইলে সপ্তাহের কর্মদিবস অথবা ছুটির দিনে এই প্রশিক্ষণ নিতে পারে। 

যে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে:

প্রথমত, আইটি হেল্প ডেস্ক সাপোর্টের জন্য চার সপ্তাহ ব্যাপী বেসিক কম্পিউটিং  প্রশিক্ষণ দেওয়া হয়ে। যেখানে কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার বেসিক, মাইক্রোসফট অফিস স্যুট, নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল, গ্রাহক পরিষেবা এবং সমস্যা সমাধানের সাথে প্রথমিক আইটি প্রশিক্ষণ দেওয়া হবে। 

দ্বিতীয়ত, প্রতিষ্ঠানটি সেলেনিয়াম এবং অ্যাক্সেসিবিলিটি টেস্টিং-এর সাথে সফটওয়্যার পরীক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যেখানে JIRA এর সাথে ম্যানুয়াল টেস্টিং, SQL এর সাথে ডাটাবেস টেস্টিং, পোস্টম্যানের সাথে REST API টেস্টিং এবং সেলেনিয়াম এবং জাভার সাথে অটোমেশন টেস্টিং এর ব্যবহারিক শিক্ষার মাধ্যমে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সে বিশেষজ্ঞ করে তুলা হবে।এই কোর্সের মেয়াদ ১৪ সপ্তাহ ব্যাপী হয়ে থাকে। 

তৃতীয়ত, প্রতিষ্ঠানটি পাওয়ার বি আই এর মাধ্যমে ডাটা এনালাইসিস এর প্রশিক্ষণ দিয়ে থাকে।মাইক্রোসফট পাওয়ার BI, SQL সার্ভার, ডেটা ওয়ারহাউজিং, ERD, SSIS, SSRS, SSAS, T-SQL এর সাথে অত্যাধুনিক ব্যবসায়িক বিশ্লেষণ পরিষেবা এবং টুলস্-এর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কোর্সের মেয়াদ ১২ সপ্তাহ।

কোর্সটি করতে যা লাগবে এবং সময়সূচি:

কেউ এই কোর্সটি করতে পারবেন। দরকার হবে কেবল একটি ল্যাপটপ বা কম্পিউটার ও উন্নত ইন্টারনেট সেবা। প্রতিষ্ঠানটি আগামী ২২ জানুয়ারি থেকে নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছে। যেখানে দুই সিডিউলে ক্লাস করানো হবে।  শনি ও রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এবং বৃহস্পতিবার রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত থাকবে রিভিউ সেশন। সোম, মঙ্গল ও শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত ক্লাস করানো হবে। 

প্রতিষ্ঠানটির প্রশিক্ষক মো. ফরিদ উদ্দিন বলের, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য আমাদের এই উদ্যেগ। এখানে আমরা হাতে কলমে আইটি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। যেটি শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতা পেতে অনেকাংশে সহায়তা করছে। আমাদের অনেক শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে ভালো ভালো জায়গায় চাকুরি করছে; যা আনন্দদায়ক। আমরা চাই বাংলাদেশিরা আমেরিকায় এসে কর্মহীন বসে না থাকুক। প্রতিযোগীতামূলক চাকরির বাজারে  তথ্য প্রযুক্তি একটা বিরাট ভূমিকা পালন করছে আর আমরা লাদেশি প্রবাসীদের সেই দক্ষতা দিতে চাই। 

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন