বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

কিষোয়ান বিস্কুটে তামার তার পেলেন চবি অধ্যাপক!

মঙ্গলবার, জানুয়ারী ৩০, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: কিষোয়ান গ্রুপের একটি টোস্ট বিস্কুটের মধ্যে বেশ কয়েকটি ছোট তামার তার পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক অধ্যাপক। তিনি তাঁর ৮৫ বছর বয়স্ক শাশুড়ির জন্য এই বিস্কুট কিনেছিলেন।

সোমবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিয়ে ওই অধ্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন।

অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী নামের এই অধ্যাপক তার ফেসবুকে আইডিতে একটি ছবি পোস্ট করে লেখেন, কিষোয়ান বিস্কুটে তামার তার! কি সাংঘাতিক! কেউ কী একটু বলবেন? কীভাবে এই কোম্পানির মালিককে শাস্তির আওতায় আনা যায়?

কিষোয়ান গ্রুপের মালিক এম মোতালেব। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন।

এই বিষয়ে অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী বলেন, সদরঘাট এলাকার একটি দোকান থেকে বাসার জন্য এই টোস্ট বিস্কুট কেনেন তিনি। ওই টোস্ট বিস্কুটের কভারে কিষোয়ান লেখা ছিল। দুপুরে তাঁর শাশুড়ি একটি বিস্কুটের অর্ধেক খান। তারপর দেখেন, বিস্কুটের ভেতরে ছোট ছোট ৬-৭টি তামার। একটি এক ইঞ্চি পরিমাণ।

সিএন/এমটি

Views: 3

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন