সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

কুইন্সে মুদি দোকান থেকে ৭২ হাজার ডলার চুরি

শনিবার, ডিসেম্বর ৪, ২০২১

প্রিন্ট করুন
Screenshot 20211203 074044 1

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের কুইন্সে একটি মুদি দোকান থেকে নগদ ৭২ হাজার ডলার চুরির ঘটনা ঘটেছে। এতে কাউকে আটক করা না হলেও সিসিটিভি ফুটেজের মাধ্যমে  সন্দেহজনক একজনকে শনাক্ত করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩ ডিসেম্বর) পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।  

পুলিশ জানায়, প্রায় দু’সপ্তাহ আগে এলমহার্স্টের কুইন্স বুলেভার্ডের সারিলিং আটিন মুদি দোকানে এ ঘটনা ঘটে। 

একটি ভিডিও ফুটেজের তথ্য বিশ্লেষণ করে পুলিশ আরো জানায়,  ভিডিওতে দেখা গেছে সন্দেহভাজন ওই ব্যক্তি প্রায় ২ সপ্তাহ আগে এলমহার্স্টের কুইন্স বুলেভার্ডের সারিলিং আটিন মুদি দোকানে হেঁটে যাচ্ছেন। তিনি কাউন্টারের পিছনে গিয়ে নগদ অর্থ চুরি করে। তারপর সে বাইরে দৌঁড়ে যায় এবং অর্থ লুকানোর জন্য তার মুখোশ এবং সোয়েটশার্ট খুলে ফেলে। এরপর সে একটি গাড়িতে করে পালিয়ে যায়। 

এই ঘটনায় জড়িত ব্যক্তিকে  ট্র্যাক করে আটকের প্রক্রিয়া চলছে বলেও জানায় পুলিশ। 

আইআই/ 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন