বুধবার, ১২ মার্চ ২০২৫

শিরোনাম

কুতুবদিয়ায় বড় ভাইকে মারধর ও প্রাণ নাশের হুমকির অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে!

শুক্রবার, জানুয়ারী ৭, ২০২২

প্রিন্ট করুন
কুতুবদিয়ায় বড় ভাইকে মারধর ও প্রাণ নাশের হুমকির অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে 1

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের কুতুবদিয়ায় ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছরওয়ার আলমের (৫৫) বিরুদ্ধে গাছ কাটার প্রতিবাদ করায় বড় ভাই মনজুর আলম (৬২) ও তার পরিবারকে নির্যাতন ও বিচার চাইলে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

স্থানীয় সুত্রে জানা গেছে , গত মাসে সরকারি খাস জমিতে রোপিত গাছ কর্তন করে বিক্রি করে দেয় শিক্ষক ছরওয়ার আলম ও তার আরেক ভাই সাইফুল আলম। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ সাইফুর তার ভাই মনজুরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং চড়থাপ্পড় মারে। এছাড়া বিচার চাইলে প্রাণে মারার হুমকি দেয় বলে খবর পাওয়া যায়। এছাড়া মনজুর আলমের চিংড়ি ঘের, বাগানবাড়ী,নাল জমি দখলে নেওয়ারও খবর  পাওয়া যায়। 

ভুক্তভোগী মনজুর আলম বলেন, আমি পরিবারের হাল ধরেছি, আমার জীবনের পুরোটা সময় পরিবারের জন্য কাটিয়েছি। আমার পিতার মৃত্যুর পর থেকে তারা বিভিন্নভাবে আমাকে নির্যাতন করে আসছে। আমার জায়গা দখল করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে, তাদের নির্যাতনে আমি ও আমার পরিবার দিশেহারা। 

স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন ব্যক্তি জানিয়েছেন,শিক্ষক ছরওয়ার দীর্ঘদিন ধরে আপন বড় ভাইকে নির্যাতন করে আসছে। সে সরকারি খাস জমি দখল,সরকারি গাছ কর্তনসহ নানান অপরাধ কর্মকাণ্ডে জড়িত। তার সাথে জড়িত আছে  তার ছোট ভাই সাইফুল আলম। একজন শিক্ষকের এমন কর্মকান্ড খুবই লজ্জাজনক ও হতাশা বলে মনে করেন স্থানীয়রা। আর তাই এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা।

তবে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক ছরওয়ার আলম অভিযোগ অস্বীকার করেন এবং কোন মন্তব্য করতে রাজি হন নি। 
উপকূলীয় বনবিভাগের চট্টগ্রাম দক্ষিণের কুতুবদিয়া রেঞ্জ কর্মকর্তা শামীমুল ইসলাম বলেন, আমি চিকিৎসার জন্য চট্টগ্রাম এসেছি। একজনকে দায়িত্ব দিয়ে এসেছি ওনি ব্যবস্থা নিবেন। পরবর্তীতে ফোন করে বিস্তারিত জানাচ্ছি।

জয়নাল/আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন