বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

কুমারী জীবনের ইতি টানলেন ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের নায়িকা

মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: কুমারী জীবনের ইতি টেনেছেন ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রের নায়িকা ‘টুনী’ চরিত্রে অভিনয় করা অভিনেত্রী শারমীন জোহা শশী।

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন তিনি। ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হয়েছে তার। এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বর খালিদ হোসাইন অভির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে শশী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত। ‘রিপ্লাই ১৯৮৮’ সিরিজের মাধ্যমে আমাদের বন্ধুত্বের শুরু। আর বর্তমানে তা আজীবনের বন্ধনে রূপ নিল।’

তিনি আরও লিখেছেন, ‘ছোট পরিসরে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের আশীর্বাদ নিয়ে জীবনের নতুন অধ্যায়ে ঢুকেছি আমরা। আপনাদের সবার প্রার্থনা ও ভালবাসা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই দোয়ায় রাখবেন আমাদের।’

অভিনেত্রীর স্বামী ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত। পেশায় একজন ডাবিং ডিরেক্টর। আবার বহু সিরিজ, কার্টুন, অ্যানিমেশনে ভয়েস দিয়েছেন তিনি।

তার সঙ্গে পরিচয়ের ব্যাপারে একটি সংবাদ মাধ্যমকে শশী বলেন, ‘অভি মূলত অডিও ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। আগে ডাবিং কোম্পানিতে ছিল। এখন নিজেই একটি ডাবিং কোম্পানি শুরু করেছে। সে ডাবিং বিষয়টি বহু ভাল বোঝে। এ জন্য এ দিকেই তার আগ্রহ বেশি। এই ডাবিং ডিরেকশন নিয়েই থাকতে চায় সে। আবার সে একজন ভয়েস অ্যাক্টরও।’

এছাড়া, বিয়ের ব্যাপারে এ অভিনেত্রী বলেন, ‘আমাদের মধ্যে পরিচয়ের পর সে-ই আমাকে আগে বিয়ের প্রস্তাব দেয়। তবে, সেটা সরাসরি বলেনি। কিন্তু, তার কথায় আমি বুঝে নেই বিয়ের বিষয়টি।’

তিনি বলেন, ‘এক সময় আমরা দুইজনই বিয়ে নিয়ে ভাবতে থাকি। পরে আমাদের কাছে মনে হয়, বিয়ের সিদ্ধান্ত নেয়া যেতে পারে। আমরা নিজেদের মধ্যে কথা বলেই সিদ্ধান্ত নেই যে, বিয়ে যেহেতু করছি তাহলে খুব বেশি সময় নেব না। কেননা, আমাদের একে অন্যের কাছে যোগ্য মনে হয়েছে। দুইজনই এ ধরনের লাইফ পার্টনার খুঁজছিলাম। আর সবশেষ বিয়ে করে ফেলি।’

উল্লেখ্য, প্রখ্যাত ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার জহির রায়হান রচিত কালজয়ী উপন্যাস ‘হাজার বছর ধরে’। এই উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপ দিয়েছেন পরিচালক কোহিনুর আক্তার সুচন্দা। আর সেই চলচ্চিত্রে টুনী চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন শশী।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন