চলমান ডেস্ক: বাংলাদেশের কুমিল্লা শহরের নানুয়ারদীঘি এলাকার একটি পূজামণ্ডপ থেকে ‘পবিত্র কোরআন‘ পাওয়া যায়। ১৩ অক্টোবর বুধবার সকাল ১০টায় এ খবর ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোরআন উদ্ধার করেন। এর পরপরই একদল ব্যক্তি বেশ কিছু পূজামণ্ডপে হামলার চেষ্টা চালায়। তবে পুলিশের বাধায় হামলাকারীরা পূজা মণ্ডপের ভেতরে ঢুকতে না পারলেও গেইট বা সামনের স্থাপনায় ভাংচুর করে। পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সেখানকার পূজা উদযাপন কমিটির সম্পাদক নির্মল পাল।
তিনি বলেন, “পূজা বানচালের জন্য পরিকল্পিতভাবে কোরআন রেখে এ ঘটনা ঘটিয়ে তারাই এখন শহরজুড়ে পূজাবিরোধী বিক্ষোভ করছে। কয়েকটি মণ্ডপে হামলার চেষ্টা হয়েছে কিন্তু পুলিশের বাধায় ভেতরে ঢুকতে না পারলেও গেইট বা সামনের স্থাপনা ভাংচুর করেছে।”
এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোরআন অবমাননা হয়েছে- এমন খবর ছড়িয়ে পড়ে শহর জুড়ে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও কোরআন অবমাননা করা হয়েছে দাবি করে ব্যাপক প্রচার শুরু হয় এবং এ নিয়ে প্রতিবাদ বিক্ষোভ ফেসবুকে অনেকে সরাসরি সম্প্রচারও করেন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ‘আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। কয়টি মণ্ডপে হামলার চেষ্টা হয়েছে এ মূহুর্তে বলতে পারছি না। পরিস্থিতি ঠিক হলে আমরা বিস্তারিত জানাবো।’
প্রসঙ্গত, বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসবের আজ মহা অষ্টমী। কে বা কারা পূজামণ্ডপে কোরআন রেখে এসেছে তা এখনও জানা যায়নি।
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন