বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা প্রকাশ

রবিবার, ডিসেম্বর ২৬, ২০২১

প্রিন্ট করুন
SAVE 20211221 085202

কুবি প্রতিবেদকঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (২৬ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে মেধাতালিকার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (https://www.couadmission.com/) গিয়ে শিক্ষার্থীরা নিজের মেধাতালিকার ফলাফল দেখতে পারবেন।

জানা যায়, মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সময় তাদেরকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদনের পেমেন্ট স্লিপ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার নির্দেশিত মূল সনদ ও তার সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।

মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সম্পর্কের মূল সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) দেখাতে হবে। মেধাতালিকা ও ভর্তিসংক্রান্ত অন্যান্য সকল তথ্য (www.couadmission.com) ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ বছর মোট ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন।

আরএইচ/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন