বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

শিরোনাম

কুরবানির ঈদে কমবে লোডশেডিং থাকবে না যানজট: সড়ক ও বিদ্যুৎ উপদেষ্টা

রবিবার, এপ্রিল ২০, ২০২৫

প্রিন্ট করুন

আগামী কুরবানির ঈদে লোডশেডিং সর্বনিম্ন হবে এবং যানজট থাকবে না বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রোববার (২০ এপ্রিল) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টা এক বৈঠকে অংশ নেন। এসময় ঈদ উৎসব ঝামেলাহীন হওয়ায় প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

এর আগে, গত রমজান মাসে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখা ও ইফতার ও সেহরির সময় লোডশেডিং না হওয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর ঈদযাত্রাও ছিল আন্দনায়ক। যানজটের চিরচেনা রূপ দেখা যায়নি ঈদযাত্রায়। টানা ৯ দিনের দীর্ঘ ছুটিদে ঝামেলামুক্ত ঈদ উৎসব করেছে দেশের মানুষ। এখন আগামী কুরবানির ঈদেও সেই ধারা অব্যাহত রাখতে চায় সরকার।

এদিন প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান উপদেষ্টাকে আগামী ঈদের জন্য তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, একক মন্ত্রণালয় হিসেবে কাজ করার পরিবর্তে আমরা একটি সম্পূর্ণ ইউনিট হিসেবে কাজ করেছি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন