মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির

বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪

প্রিন্ট করুন

আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের সাউথ জার্সিতে বসবাসরত কৃতি বাংলাদেশি-মার্কিন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি (বিএএসজে)।

গেল ২৭ আগষ্ট বিকালে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশি-আমেরিকান উৎসবে প্রবাসী বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। বিএএসজে এ উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। বিশেষ অতিথি ছিলেন নিউ জারসি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা ও অ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ান। আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়া, গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান মো. ঊমর, লোকাল ৫৪ সভাপতি ডোনা ডি ক্যাপরিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাউথ জার্সির বিভিন্ন স্কুলে প্রথম গ্রেড থেকে একাদশ গ্রেডে যেসব বাংলাদেশি-মার্কিনী শিক্ষার্থী ‘এ অনার রোল’ পেয়েছে- অনুষ্ঠানে তাদেরকে ক্রেস্ট দেয়া হয়। অনুষ্ঠানে আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ গ্রেডের পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী নুসরাত উদ্দীনকে বিশেষ সন্মাননা স্মারক দেয়া হয়।

এ আয়োজন প্রসঙ্গে বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, ‘প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা ও মননের সর্বোচ্চ বিকাশ ঘটানোর লক্ষ্যেই আমাদের এ প্রয়াস।’

বিএএসজের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ী এ সংবর্ধনা অনুষ্ঠানটি কমিউনিটিতে সাড়া ফেলেছে।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন