জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার এবার সমালোচনা করলেন বাফুফের সদস্য ছাইদ হাছান কানন। কাবরেরা ও তার কোচিং স্টাফের কড়া সমালোচনা করেছেন এই সাবেক গোলরক্ষক।
গত ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে কাবরেরা ও কোচিং স্টাফের ভুল তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
কানন বলেন, ‘হোটেল থেকে দল আসার সময় কোচ দেরিতে আসেন। একসঙ্গে চারজন খেলোয়াড় পরিবর্তন করা একজন কোচ, সাবেক খেলোয়াড় ও জাতীয় দল কমিটির সদস্য হিসাবে আমার কাছে খারাপ লেগেছে।’
তিনি ব্যাখ্যা দেন এভাবে, ‘আল আমিন নামার পর রাকিব কেন রাইট ব্যাক হয়ে গেল। জামালকে কেন নামাল না। জামালের সেটপিসে ভুটান ম্যাচে হামজা গোল করেছে। সিঙ্গাপুর ম্যাচে আমরা ১১ সেটপিস পেয়েছি। জামাল থাকলে হয়তো একটা গোল পেতাম।’
প্রধান কোচ কাবরেরা ছাড়াও কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্টকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কানন, ‘খেলোয়াড় পরিবর্তনের জন্য আমরা আগে রেফারিকে বলেছি। অথচ, প্রতিপক্ষের খেলোয়াড় আগে নেমেছে। চার মিনিট সেখানে নষ্ট হয়েছে। এতে খেলার গতি নষ্ট হওয়ায় ম্যাচে প্রভাব পড়েছে। আমরা বিষয়গুলো ফাইন্ড আউট করে আলোচনা করেছি।’
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন