রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কোটা আন্দোলন: পরিস্থিতি নিয়ন্ত্রণে চার জেলায় নামলো বিজিবি

মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪

প্রিন্ট করুন
ভারতে মাছ রপ্তানির ট্রাক তল্লাশির ঘটনায় বিজিবি কাস্টমসে উত্তেজনা 1
ভারতে মাছ রপ্তানির ট্রাক তল্লাশির ঘটনায় বিজিবি কাস্টমসে উত্তেজনা 1

সিএন প্রতিবেদন: চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহী

মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে সকাল থেকে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে চট্টগ্রামের তিনজন, ঢাকা ও রংপুরের একজন করে রয়েছেন। এদের মধ্যে তিনজন শিক্ষার্থী, একজন পথচারী এবং বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি।

সিএন/এমটি

Views: 1

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন