২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন বিশিষ্ট বিজ্ঞানী— জন ক্লার্ক, মিশেল এইচ. দেবোরে ও জন এম. মার্টিনিস। কোয়ান্টাম মেকানিক্সে যুগান্তকারী গবেষণা ও উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা পেয়েছেন তারা।
নোবেল কমিটির ঘোষণায় বলা হয়েছে, ১৯৮০–এর দশকে তাদের গবেষণা পদার্থের কোয়ান্টাম স্তরের আচরণ বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেয়। এই তাত্ত্বিক অগ্রগতি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও মেশিন লার্নিংয়ে নিউরাল নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশেও বড় ভূমিকা রাখে।
পুরস্কার হিসেবে তারা পাবেন একটি নোবেল মেডেল, সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি ২০ লাখ), যা যৌথভাবে ভাগ করে দেওয়া হবে।
১৯০১ সাল থেকে এ পর্যন্ত মোট ১১৮ বার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত ২২৭ জন বিজ্ঞানী এই পুরস্কার পেয়েছেন, তাদের মধ্যে মাত্র পাঁচজন নারী। এর মধ্যে মারি কুরি ছিলেন প্রথম নারী নোবেলজয়ী, যিনি ১৯০৩ সালে এই পুরস্কার পান।
এ সপ্তাহে আরও ঘোষণা আসবে রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীদের নিয়ে। অর্থনীতিতে নোবেলজয়ীর নাম প্রকাশ করা হবে আগামী ১৩ অক্টোবর। সব পুরস্কার বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে নোবেল পদক তুলে দেওয়া হবে ডিসেম্বরে সুইডেনের অনুষ্ঠানে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন