শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

কোরবানির কবিতা: স্বপ্নের ইমতিহান  । মোহাম্মদ ওয়াসিম

মঙ্গলবার, জুন ২৭, ২০২৩

প্রিন্ট করুন

সব মানুষই স্বপ্ন দেখে দিবা কিংবা নিশি,
স্বপ্ন‌ই, ভেলার মত ভেসে চলায় বেশি
তাইতো মানুষ বসত করে স্বপ্নের ভেতরে।

আজ কদিন থেকে
 হাজার হাজার বছর আগের বিশেষ স্বপ্ন
   আমার ভেতরের মনটাকে নাড়ায়।

আজ কদিন থেকে
 কুরআনের লিপিবদ্ধ বিশেষ স্বপ্নের কথা
    আমার ভেতরে বাহিরে ছায়ার মত
       সেই স্বপ্নটা সত্যি ক্রমাগত তাড়ায়।
        শুন তাহলে সেই এক স্বপ্নের কথা।

পুত্র যখন চলার যোগ‍্য হ‌ইল পিতার সাথে
বলল পিতা; বাছাধন, স্বপ্ন দেখেছি রাতে
তোমায় জবেহ করছি;
জানাও তোমার কী মত তাতে?
বলল পুত্র; তা-ই করুন,
যাহার আদেশ হয়েছে জারি।
ইনশাআল্লাহ,
আপনি আমায় পাবেন সবরকারী।

তারা উভয়ে যখন অনুপাত হল আর
শোয়াইয়া দিল কাত করে পিতা পুত্রধনকে তার।
সঙ্গে সঙ্গে আরশ থেকে আসিল এক আহ্বান।
স্বপ্নকে তুমি সত‍্য করেছ মান নাই পিছুটান।
তার স্থলে কুরবানী এক পাঠিয়ে দিলেন তথা,
রাখিলেন পরবর্তীগণের মধ্যে এমন প্রথা।

শান্তি-সালাম বর্ষিত হল পিতা-পুত্রের প’রে
এভাবেই স্রষ্টা দিল প্রতিদান নেককারদের তরে।
এটা ছিল এক সত‍্য স্বপ্ন, স্পষ্ট স্বপ্নের ইমতিহান।

কবি: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন