শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ক্যালিফোর্নিয়ায় দাবানল: ইতালি সফর বাতিল করলেন বাইডেন

বৃহস্পতিবার, জানুয়ারী ৯, ২০২৫

প্রিন্ট করুন

ক্যালিফোর্নিয়া: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায রাজ্যে ভয়াবহ দাবানলের কারণে ইতালি সফর বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ( ৮ জানুয়ারি) এটি জানিয়েছে হোয়াইট হাউস। সংবাদ রয়টার্সের।

এর আগে ডিসেম্বরে হোয়াইট হাউস ঘোষণা করেছিল যে, বাইডেন ৯-১২ জানুয়ারি ইতালি সফর করবেন। এ সফরে পোপ ফ্রান্সিস, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে দেখা করার কথা ছিল।

লস অ্যাঞ্জেলেস থেকে ফিরে আসার পর, ইতালি সফর বাতিল করেন বাইডেন। ক্যালিফোর্নিয়ায় দাবানল ছড়িয়ে পড়ার ঘটনায় পুরোপুরি ফেডারেল প্রতিক্রিয়া জানানোর জন্য এই সফর বাতিল করা হয় বলে জানান বাইডেন।

এর আগে তিনি ক্যালিফোর্নিয়ায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করা পুলিশ, অগ্নিনির্বাপণ ও জরুরি কর্মীদের সাথে দেখা করেন এবং ক্যালিফোর্নিয়াকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা করেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে রাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরসহ আশপাশের এলাকায় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এক লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন