যুক্তরাষ্ট্রে ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ফলে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশ কয়েকটি শহরে ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবস উদযাপন বাতিল করা হয়েছে। সবচেয়ে আলোচিত বাতিল হওয়া অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল গ্লোরিয়া মলিনা গ্র্যান্ড পার্কের সামার ব্লক পার্টি।
অনুষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘ডাউনটাউন লস অ্যাঞ্জেলেসের কিছু অংশে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এবং পুরো অঞ্চলে চলমান পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ অনুষ্ঠানের জন্য নতুন কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
কুডাহে শহরের ৩ জুলাইয়ের অনুষ্ঠানের তারিখ স্থগিত করা হয়েছে। তবে পার্কগুলো খোলা থাকবে এবং অন্যান্য নিয়মিত কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে। এ শহরের মোট জনসংখ্যার ৯৭ শতাংশ হিস্পানিক।
বেল গার্ডেনস শহরে একটি কনসার্ট এবং দুটি আউটডোর মুভি শো বাতিল করা হয়েছে, যার একটি গত শনিবার এবং অপরটি ৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নগর কর্তৃপক্ষ বলছে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ও ফেডারেল ইমিগ্রেশন কার্যক্রম নিয়ে উদ্বেগের কারণে এসব বাতিল করা হয়েছে।
এছাড়া, হান্টিংটন পার্ক শহরেও ৩ জুলাইয়ের স্বাধীনতা দিবস উদযাপন বাতিল করা হয়েছে। যদিও কর্তৃপক্ষ বাতিলের নির্দিষ্ট কারণ জানায়নি। এল সেরেনোতে এ বছরের ঐতিহ্যবাহী স্বাধীনতা দিবস প্যারেড বাতিল করা হয়েছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন