সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ক্রিসমাস প্যারেডে হামলায় আরো এক শিশুর মৃত্যু

বুধবার, নভেম্বর ২৪, ২০২১

প্রিন্ট করুন
attack 20211124093533 1

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে ক্রিসমাস প্যারেডে অনিয়ন্ত্রিত গাড়ি হামলার ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় জনে। হামলায় আহত হয়ে আরও ৪৮ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 

নতুন করে মারা যাওয়া ওই শিশুটির নাম জ্যাকসন স্পার্কস, তার বয়স ৮ বছর। ক্রিসমাস প্যারেড চলাকালীন, সে তার ১২ বছর বয়সী ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে ছিল। তার ভাইও হামলায় আহত হয়। পুলিশ জানিয়েছে, হামলায় ১৮ জন শিশু আহত হয়েছে।
স্থানীয় সময় রোববার রাতে ওই হামলার ঘটনাটি ঘটে। খবরে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, রাস্তায় মানুষের আনন্দ উল্লাসে চলছিলো ক্রিসমাস প্যারেডের অনুষ্ঠান। আকষ্মিকভাবে একটি গাড়ি দ্রুত গতিতে রাস্তার মাঝখান দিয়ে ছুটে। এসময় কয়েকজন নিহত হয় এবং অনেকে মারাত্মকভাবে জখম হয়। 

উইসকনসিন রাজ্য কর্তৃপক্ষ বলছে, ড্যারেল ই ব্রুকস নামে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি এ হামলা চালায়। হামলার ঘটনার পরপরই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি অভিযোগ আনার কথা জানা গেছে।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন