বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই চীন-মেক্সিকো ও কানাডার ওপর শুল্ক আরোপ করবেন ট্রাম্প

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

প্রিন্ট করুন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তিনি চীন, মেক্সিকো ও কানাডার ওপর নতুন শুল্ক আরোপ করবেন। মেক্সিকো ও কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক এবং চীন থেকে ফেন্টানিল পাচার বন্ধ না হওয়া পর্যন্ত অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্পের দাবি—মেক্সিকো ও কানাডা মাদক পাচার ও অবৈধ অভিবাসন সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে। এদিকে চীন ফেন্টানিল ব্যবসায় জড়িতদের মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিশ্রুতি রাখেনি। যার ফলে প্রতিবছর যুক্তরাষ্ট্রের অসংখ্য নাগরিক এই নেশার কবলে পড়ে মারা যাচ্ছেন।

চীনা দূতাবাস জানিয়েছে, বাণিজ্য যুদ্ধ কোনো পক্ষের জন্যই লাভজনক হবে না। তবে ট্রাম্প এর আগেও হুমকি দিয়েছেন, প্রয়োজনে মেক্সিকো ও চীনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই কঠোর বাণিজ্য নীতি আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতিতে বড় প্রভাব ফেলবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন