শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

খাল ভরাটের খবরে ছুটে যান ম্যাজিস্ট্রেট ফারুক, দিলেন কারাদন্ড

শুক্রবার, এপ্রিল ১, ২০২২

প্রিন্ট করুন

বাঁশখালী, চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের মোহাব্বত পাড়ায় সরকারী আদেশ অমান্য করে খাল ভরাট করে স্থাপনা তৈরি ও পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে দক্ষিণ জলদীর মো. ফয়জুল্লাহকে (৫১) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আাদালত। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে এ পদক্ষেপ নেন।

উমর ফারুক বলেন, ‘সরেজমিনে দেখা যায়, দোষী ব্যাক্তি খালে অবস্থিত কালভার্টের নিচে ও সামনের দিকে পুরোপুরি ভরাট করে ফেলে পানি প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। খালের উপর তিনি স্থাপনা তৈরিও করেছেন। পাবলিক ইজমেন্ট দখল করায় স্থানীয় জনগণের মাঝেও ক্ষোভ বিরাজ করছিল। তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অভিযোগ করে।’

উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, পাবলিক ইজমেন্ট দখল করে খাল ভরাট না করার জন্যে বার বার নির্দেশনার সত্যেও ওই ব্যক্তি খাল ভরাট করেছন। যা সরকারী আদেশ অমান্য করা।যার ফলে তাকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

জানা গেছে, প্রধান সড়ক হয়ে মনছুরিয়া বাজার হতে জালিয়াখালী নতুন বাজার পর্যন্ত সংযোগ সড়কের অদূরে মোহাব্বত আলী পাড়ার পূর্ব দিকে ব্রিজ দিয়ে বয়ে যাওয়া শতবর্ষী শীলকূপ খালটি জালিয়াখালী খালের সাথে সংযুক্ত। এ শতবর্ষী খাল দিয়ে বর্ষাকালে পূর্ব-মনকিচর এলাকার অধিকাংশ চাষীদের ও মোহাব্বত আলীপাড়ার পাঁচ শতাধিক পরিবারের পানি নিষ্কাশন হয়ে থাকে। এটি একমাত্র বিকল্প খাল। ফয়েজ উল্যাহ নামে ওই ব্যক্তি পাকা ভবন নির্মাণ করছিলেন খালটিতে। এতে এলাকাবাসী বাধা দিলে উল্টো হুমকি-ধমকি দিয়ে প্রয়োজনে অভ্যন্তরীণ সড়কও বন্ধ করে দেয়ার হুমকি দেন। তিনি এলাকায় প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা কিছু করতে পারছিল না। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ঘটনা স্থলে ছুঁটে যান।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন