রবিবার, ১৬ মার্চ ২০২৫

শিরোনাম

খুব দরকারের সময় সাকিবকে পাওয়া যায় না

বৃহস্পতিবার, মে ১২, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: অতীব প্রয়োজনের সময় দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে না পাওয়া দুর্ভাগ্য বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাজমুল হাসান পাপন।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাজে পারফরমেন্সের পর ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য যখন প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ, তখনই ধাক্কা খেল বাংলাদেশ।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লংকানদের বিপক্ষে ১৫ মে থেকে শুরু হওয়া প্রথম টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব। কারণ করোনা প্রটোকল অনুসারে সাত দিনের কোয়ারেন্টাইনে রাখতে হবে সাকিবকে।

এর আগে, পারিবারিক কারেণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেন নি সাকিব।

নাজমুল হাসান পাপন জানান, সাকিবকে ছাড়া টিম কম্বিনেশন তৈরি করা সব সময়ই কঠিন। কারণ টু ইন ওয়ান খেলোয়াড় সাকিব।’

বুধবার (১১ মে) জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে সংবাদ মাধ্যমকে পাপন বলেন, ‘সে দলে না থাকলে আমাদের একজন অতিরিক্ত ব্যাটসম্যান ও একজন অতিরিক্ত বোলার দরকার পড়ে। এ জন্য আমাদের দলের কম্বিনেশনে সমস্যা হয়।’

তিনি আরো বলেন, ‘এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের যখন তাকে খুব দরকার হয়, আমরা তখন তাকে পাই না। কিন্তু কখনো-কখনো আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। সাকিবের বিষয়টা এমন যে, আমাদের কিছুই করার নেই। আমাদের প্রটোকল মানতে হবে। আশা করছি, সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’

সাকিবের শারীরিক অবস্থা নিয়ে পাপন জানান, ভাল বিষয় হচ্ছে সাকিব সুস্থ আছে ও তার কোন বড় লক্ষণ নেই।

পাপন বলেন, ‘আমি মঙ্গলবার (১০ মে) তার সাথে কথা বলেছি, সে বলেছে, এখন ভাল আছে। এ মুহূর্তে কোন সমস্যা নেই তার। আমরা কয়েক দিনের মধ্যে ফের পরীক্ষা করব। এটা আমাদের প্রোটোকল অনুসারে করা হবে। আমরা চাই, সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। তার অনুপস্থিতি অবশ্যই দলের জন্য একটি বড় ধাক্কা।’

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন সাকিব। এরপর পারিবারিক কারনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে সরে যান সাকিব।

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বারের মত ওয়ানডে সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল সাকিবের। এতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে সাকিবের কাছে প্রত্যাশা অনেকখানি বেড়ে গিয়েছিল। কিন্তু টেস্ট সিরিজের আগে পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরে আসেন সাকিব। টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে আগ্রহী ছিলেন সাকিব। এ জন্য প্রস্তুতি হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বেশ কয়েকটি ম্যাচও খেলেছেন সাকিব।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন