সিএন প্রতিবেদন: নাইজেরিয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তুলে দেশটিতে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের রক্ষা করতে ব্যর্থ হয়, যুক্তরাষ্ট্র “গুলি ছুড়তে ছুড়তে ঢুকে” সন্ত্রাসীদের নির্মূল করবে।
শনিবার (১ নভেম্বর) এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘যদি নাইজেরিয়ার সরকার খ্রিস্টানদের হত্যা থামাতে না পারে, যুক্তরাষ্ট্র অবিলম্বে দেশটিকে দেওয়া সব সাহায্য বন্ধ করবে। পাশাপাশি ইসলামি সন্ত্রাসীদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পদক্ষেপ নেবে।’
তিনি আরও বলেন, ‘আমি পেন্টাগনকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছি। যদি আমরা আক্রমণ করি, তা হবে দ্রুত, ভয়ংকর ও কার্যকর—যেভাবে তারা আমাদের প্রিয় খ্রিস্টানদের ওপর হামলা চালায়।’
এর জবাবে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু বলেছেন, ট্রাম্পের অভিযোগ বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি জানান, নাইজেরিয়া ধর্মীয় সহনশীলতার নীতি অনুসরণ করে এবং সব ধর্মের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
কয়েক সপ্তাহ আগে মার্কিন সিনেটর টেড ক্রুজও নাইজেরিয়াকে ‘ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশ’ হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছিলেন। এরপর থেকেই ওয়াশিংটনে নাইজেরিয়া ইস্যুতে উত্তেজনা বাড়ছে।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন