বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

গতিরোধহীন কুবির প্রধান ফটক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা

বুধবার, ডিসেম্বর ৮, ২০২১

প্রিন্ট করুন
1638889284809 1

আবু জাফর,কুবি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনের রাস্তায় জেব্রা ক্রসিং থাকলেও কোন গতিরোধক না থাকায় দূর্ঘটনার শঙ্কা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের দাবি স্থানটি গতিরোধকের ব্যবস্থা করা হোক। 

শিক্ষার্থীরা বলছেন, এই স্থানে সব সময়ই থাকে শিক্ষার্থীদের আনাগোনা।  শিক্ষার্থীরা নানা কাজে এ রাস্তা ব্যবহার করতে হয়। তাছাড়া এখানে চলাচল করে ভারী যানবাহন। সড়কটিতে জেব্রা ক্রসিং থাকলেও নেই গতিরোধক (স্পিডব্রেকার)। নানা সময়ে কিছু গতিরোধক থাকলেও বর্তমানে মূল গেট থেকে শুরু করে বঙ্গবন্ধু হলের সামনের রাস্তা পর্যন্ত কোন গতিরোধকের অস্তিত্ব মিলে না। আর এতেই বেপরোয়া গতিতে যানবাহন চালানোর সুযোগ পাচ্ছে বাসও ট্রাক চালকরা। তার ফলে বিভিন্ন সময় নানারকম দুর্ঘটনার মুখে পড়ছেন পথচারীরা। যেকোনো সময় হতে পারে প্রাণহানির ঘটনা।  

কুমিল্লার অন্যতম পর্যটন কেন্দ্র  ‘ম্যাজিক প্যারাডাইস’ ও সিসিএন কলেজ বিশ্ববিদ্যালয়ের অদূরেই অবস্থিত হওয়ায় পর্যটন ও শিক্ষার্থীদের বাস সমান তালে চলে এই রোডে। এত যানবাহন চললেও প্রশাসনের পক্ষ থেকে নেই নির্ধারিত কোনো গতিসীমা বা সতর্কীকরণ বিজ্ঞপ্তি। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বেলতলী বিশ্বরোডে জেব্রা ক্রসিং ও স্পিডব্রেকারের ব্যবস্থা করলেও তাদের অনেকগুলোরই অস্তিত্ব মিলেনা এখন।

গতিরোধক নির্মাণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক আবু তাহের বলেন, ‘এ বিষয়টি তো সিটি করপোরেশনের করার কথা, আমি তাদেরকে যদিও একবার বলছি আবারও বলব।

আইআই/

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন