বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

শিরোনাম

গত আট মাসে প্রতিদিন গড়ে ১১ জনকে খুন: পুলিশ সদর দপ্তর

বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

প্রিন্ট করুন

চলতি বছরের প্রথম ৮ মাসে সারা দেশে ২ হাজার ৬১৪টি খুনের ঘটনা ঘটেছে। সে হিসাবে গড়ে দিনে ১১ জন খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। এ ছাড়া একই সময়ের মধ্যে প্রায় ২ হাজারের মতো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আইন ও সালিশ কেন্দ্র বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ৩১০টি সহিংসতার ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭৯ জন। এদিকে সারা দেশেই বেড়েই চলেছে খুন ও ছিনতাইয়ের ঘটনা। এমন পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন ঘিরে নিরাপত্তার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জনস্পৃক্ততা বাড়িয়ে সব বাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দিয়েছেন তারা।

অন্যদিকে পুলিশ বলছে, বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। জুলাই গণঅভ্যুত্থানের থানায় থানায় ভাঙচুর ও লুটপাটের পর সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। পুলিশের বিতর্কিত সদস্যদের পলায়নের কারণে বেপরোয়া হয়ে উঠে অপরাধীরা। এ অবস্থায় জনরোষের মুখে পড়ে পুলিশ বাহিনী।

সম্প্রতি খাগড়াছড়িতে ধর্ষণ ইস্যুতে উত্তাল হয়ে উঠে পার্বত্য চট্টগ্রাম। দফায় দফায় আন্দোলন ও সংঘর্ষে তিনজন প্রাণ হারায়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। এ পরিস্থিতিতে সুষ্ঠু ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য ভুলে সহায়তা করতে হবে আইনশৃঙ্খলাবাহিনীকে।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, লুট হওয়া অস্ত্র জাতীয় নির্বাচনের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে যথেষ্ট। সুষ্ঠু ভোট আয়োজনে সব বাহিনীর সমন্বয়ের পাশাপাশি নাগরিক সমাজের সম্পৃক্ততাও জরুরি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন