শহরে হঠাৎ শীত নেমে এল,
রাস্তায় কয়েকটি পথশিশু গরম বাতাস ফেরি করছে
পলিথিন ব্যাগ খুলে দেখি
এ যে কোনো অজ্ঞাত মানুষের অন্তিম শ্বাস
পথ থেকে কুড়িয়ে পেয়েছে তারা—
কী গরম, টাটকা, ওভেন থেকে বের করা ধোঁয়ার মতো
মিছিলের স্লোগানে প্রকম্পিত হলো ফুসফুস
শনিবার, জানুয়ারী ১৮, ২০২৫
শহরে হঠাৎ শীত নেমে এল,
রাস্তায় কয়েকটি পথশিশু গরম বাতাস ফেরি করছে
পলিথিন ব্যাগ খুলে দেখি
এ যে কোনো অজ্ঞাত মানুষের অন্তিম শ্বাস
পথ থেকে কুড়িয়ে পেয়েছে তারা—
কী গরম, টাটকা, ওভেন থেকে বের করা ধোঁয়ার মতো
মিছিলের স্লোগানে প্রকম্পিত হলো ফুসফুস
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন