সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

শিরোনাম

গাজায় মৃত্যুফাঁদ: ধ্বংসস্তূপে লুকিয়ে লাখো মানুষের জীবনঝুঁকি

সোমবার, অক্টোবর ২৭, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ইসরায়েলি হামলার পর গাজা এখন যেন এক বিশাল মৃত্যুফাঁদ। পুরো শহরজুড়ে ছড়িয়ে আছে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা, ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে অসংখ্য প্রাণ। ইসরায়েলের অবরোধে স্থবির হয়ে আছে পুনর্গঠনকাজ, ঢুকতে পারছে না প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সহায়তা।

আল জাজিরা জানায়, গাজা সিটির মেয়র ইয়াহিয়া আল-সররাজ জানিয়েছেন— অবরোধের কারণে ধ্বংসস্তূপ সরানো ও অবকাঠামো পুনর্গঠনের কাজ প্রায় বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, “গোটা গাজা এখন অবিস্ফোরিত ইসরায়েলি বোমায় পরিপূর্ণ, যা মানুষের জীবনের জন্য ভয়াবহ হুমকি।”

তার মতে, পানির নেটওয়ার্ক সচল রাখা ও নতুন কূপ খননের জন্য অন্তত ২৫০টি ভারী যন্ত্রপাতি ও এক হাজার টন সিমেন্ট দরকার। কিন্তু এখন পর্যন্ত মাত্র ছয়টি ট্রাক সীমান্ত পেরিয়ে গাজায় ঢুকেছে।

আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি জানান, প্রায় নয় হাজার ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা রয়েছেন। নতুন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে ইসরায়েলি বন্দিদের মরদেহ উদ্ধারে, ফিলিস্তিনিদের নয়।

অন্যদিকে, যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হালো ট্রাস্ট জানিয়েছে, গাজার প্রায় প্রতিটি এলাকায় অবিস্ফোরিত বোমা রয়েছে। সংস্থাটির কর্মকর্তা নিকোলাস টরবেট বলেন, “এসব বোমা অপসারণে সময় লাগছে, ফলে পুনর্গঠনও বিলম্বিত হচ্ছে।”

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজায় ইসরায়েল ফেলেছে অন্তত দুই লাখ টন বোমা; এর মধ্যে প্রায় ৭০ হাজার টন এখনো বিস্ফোরিত হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন