শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

গাজায় যুদ্ধবিরতির শেষ চেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪

প্রিন্ট করুন

তেল আবিব, ইসরাইল: যুক্তরাষ্ট্র আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বেই গাজায় যুদ্ধবিরতির শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার (২২ অক্টোবর) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে গাজায় যুদ্ধ বিরতির শেষ প্রচেষ্টা হিসেবে মধ্যপ্রাচ্যে ঝটিকা সফরে গেলেন ব্লিঙ্কেন। সংবাদ এএফপির।

হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুকে চাপ প্রয়োগ করা সম্ভব হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী।

ইসরাইলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা ও লেবাননের বৈরুতে ইসরাইলের হামলার মধ্যেই মধপ্রাচ্য সফর করেন ব্লিঙ্কেন। এ সময় ইসরাইলের হামলায় দক্ষিণ বৈরুতের একটি বহুতল ভবন পুরোপুরি ধসে পড়ে।

মঙ্গলবার (২২ অক্টোবর) হিজবুল্লাহ জানিয়েছে, লড়াই চলা অবস্থায় কোন আলোচনার প্রশ্নই আসে না। এছাড়া, শনিবার (১৯ অক্টোবর) নেতানিয়াহুর বাড়িতে চালানো ড্রোন হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ।

এর পূর্বে, গাজার ফিলিস্তিনি ভূখণ্ডে এবং ইসরাইল ও লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে এক বছরব্যাপী যুদ্ধের অবসানে নেয়া কূটনৈতিক প্রচেষ্টাও বার বার ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্র আশা করছে, হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু শান্তির জন্য একটি নতুন সুযোগ তৈরি করবে। এ মৃত্যুকে কেন্দ্র করে নেতানিয়াহুকে যুদ্ধ বিরতির জন্য চাপ প্রয়োগ করা সম্ভব হবে বলেও মনে করে যুক্তরাষ্ট্র।

সিনওয়ার ইসরাইলের মোস্ট ওয়ান্টেড ব্যক্তি ছিলেন। গেল বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন সিনওয়ার। কয়েক দিন পূর্বে ইসরাইলের বিমান হামলায় নিহত হন তিনি।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন