কাতার: গাজায় যুদ্ধবিরতির জন্য সর্বশেষ যৌথ প্রচেষ্টার ব্যাপারে আলোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। একই সাথে লেবাননে উত্তেজনা প্রশমনের উপায় নিয়েও আলোচনা করেন তারা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) টেলিফোনে তারা এ ব্যাপারে আলোচনা করেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ফোনালাপে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বাড়ানোর উপায়ের পাশাপাশি সর্বশেষ আঞ্চলিক ঘটনাবলী, বিশেষ করে গাজা পরিস্থিতি পর্যালোচনা করেছেন।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘তারা লেবাননে উত্তেজনা প্রশমনের উপায় ও পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন।’
গেল অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। তবে, সম্প্রতি অঞ্চলটিতে উত্তেজনা বেড়ে যাওয়ায় মধ্যস্থতার প্রচেষ্টা থমকে গেছে।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন